চট্টগ্রামের আনোয়ারায় ৭২০ লিটার দেশিমদসহ শামীমা আক্তার (২৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১২ আগস্ট) উপজেলার চাতরী ইউনিয়নের মহতর পাড়া এলাকায় অভিযান চালিয়ে বসতঘরের মাটি খুঁড়ে এসব মদ জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত শামীমা আক্তার স্থানীয় মো. লিটনের স্ত্রী। অভিযান চলাকালে লিটন পালিয়ে যায়। আনোয়ারা থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে বলে জানান আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ।
তিনি বলেন, গোপন সংবাদে অভিযান চালিয়ে ওই নারীকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তিতে পাশের বাড়ির মুছার বসতঘরের মাটি খুঁড়ে ৭২০ লিটার মদ উদ্ধার করা হয়। থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার নারীকে আদালতে প্রেরণ করা হবে।
পূর্বকোণ/সুমন/জেইউ/পারভেজ