চট্টগ্রাম রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫

কাপ্তাইয়ে ৯০ হাজার টাকার চোলাইমদসহ গ্রেপ্তার ২

কাপ্তাই সংবাদদাতা

১২ আগস্ট, ২০২৩ | ৮:১৬ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে পাচারকালে পিকআপ বোঝাই স্যালাইন, ব্যাগ ভর্তি ৩ শ লিটার চোলাইমদসহ দুই পাচারকারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দকৃত মদের মূল্য ৯০ হাজার টাকা।

 

শনিবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে কাপ্তাই সড়কের বড়ইছড়ি মৎস্য চেকপোস্ট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হল- রাউজান উপজেলার রহমতপাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে রবিউল হোসেন হৃদয় ও একই উপজেলার আলম সেক্রেটারি বাড়ির মো. রফিকের ছেলে আকিব হোসেন।

 

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাড়ি তল্লাশি করে ৩ শ লিটার চেলাইমদ, পিকআপসহ ২ পাচারকারিকে গ্রেপ্তার করা হয়। জব্দ মদের বাজার মূল্য ৯০ হাজার টাকা। মাদক মামলায় তাদের রাঙামাটি আদালতে সোর্পদ করা হয়েছে।

 

পূর্বকোণ/কবির/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট