চট্টগ্রাম রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫

মহেশখালীতে স্বামী-স্ত্রীর ইয়াবা কারবার, স্বামী পালালেও স্ত্রী ধরা

মহেশখালী সংবাদদাতা

১২ আগস্ট, ২০২৩ | ৪:৪২ অপরাহ্ণ

কক্সবাজারের বড় মহেশখালীর বড় ডেইল এলাকায় দীর্ঘদিন ধরে খুচরা ইয়াবা কারবার করে আসছিলেন জাকির আলম ও তার স্ত্রী হামিদা বেগম। গতকাল শুক্রবার (১২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২ টায় অভিযান পরিচালনা করলে টের পেয়ে বসতঘর থেকে পালিয়ে যায় জাকির আলম। তবে ঘটনাস্থল থেকে ২১০ পিস ইয়াবাসহ তার স্ত্রী হামিদা বেগমকে গ্রেপ্তার করে পুলিশ।

 

স্থানীয়দের অভিযোগ- বড় মহেশখালীর বড় ডেইল এলাকায় ইয়াবার ছড়াছড়ি। হাত বাড়ালে ইয়াবা পাওয়া যায়। অনেক ইয়াবা ডিলার বড় ডেইলে খুচরা ইয়াবা বিক্রির জন্য টার্গেট করে সন্ত্রাসী, মাদক সেবনকারী অসহায়দের। তারা আর্থিকভাবে সচল হতে ও লোভে ইয়াবা বিক্রির কাজে জড়িয়ে পড়ে। এতে করে যুব সমাজ ধ্বংস হচ্ছে। এদের পেছনে কে বা কারা আছে তদন্ত করে তাদের আইনের আওতায় আনার দাবি জানান স্থানীয়রা।

 

শনিবার (১২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন মহেশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাজউদ্দিন। তিনি বলেন, বড় ডেইল এলাকায় অভিযান চালিয়ে ২১০ পিস ইয়াবাসহ হামিদা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার স্বামী জাকির আলম পালিয়ে গেছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট