চট্টগ্রাম রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫

বাস ঢুকে পড়ল দোকানে, সীতাকুণ্ডে প্রাণ গেল একজনের

সীতাকুণ্ড সংবাদদাতা

১২ আগস্ট, ২০২৩ | ১২:২৩ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়েছে। এতে মো. বুলবুল মিয়া নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

 

নিহত মো. বুলবুল মিয়া নেত্রকোনা জেলার কেন্দুয়ার বাসিন্দা।

 

শনিবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৮টায় ভাটিয়ারী ইউনিয়নের বিএমগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে চট্টগ্রামমুখী লেনে চাঁদনী নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি মেরিন মেশিনারিজের দোকানে ঢুকে পড়ে। এতে চাপা পড়ে এক যাত্রী নিহত হন। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে।

কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে বাসের নিচে চাপা পড়া এক যাত্রীর লাশ উদ্ধার করি। পরে লাশটি বার আউলিয়া হাইওয়ে থানায় হস্তান্তর করেছি। ঘটনাস্থলে গিয়ে আমরা শুধু বাসের চাপা পড়া ব্যক্তিকে দেখতে পেয়েছি। আহত কাউকে পাইনি। তবে স্থানীয়দের মুখে শুনেছি ৫ জনের মতো বাসযাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট