চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নে নৌকাডুবির ঘটনায় সানজিদা আক্তার (৪) ও নলুয়া ইউনিয়নে পানিতে ভেসে যাওয়া মো. ইদ্রিস (৫৫) নামে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১১ আগস্ট) চরতী এবং নলুয়া তালতল এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এই নিয়ে বন্যায় ৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত সানজিদা আক্তার কাঞ্চনা ইউনিয়নের মিয়ার বাড়ি এলাকার মোহাম্মদ আরিফের মেয়ে এবং ইদ্রিস কালিয়াইষ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড চৌধুরীপাড়া এলাকার ফজল আহমদের ছেলে।
সাতকানিয়া থানার উপ-পরিদর্শক (সেকেন্ড অফিসার) ভক্ত চন্দ্র বিষয়টি পূর্বকোণকে নিশ্চিত করে বলেন, বন্যার পানিতে তলিয়ে যাওয়া নিখোঁজ এক শিশুসহ দুজনের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/মুন্না/জেইউ/পারভেজ