কক্সবাজারের মহেশখালীতে ৫২০ লিটার চোলাই মদসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত ১টায় মহেশখালী সড়কের কালারমারছড়া চালিয়াতলী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোহা গাড়িও জব্দ করা হয়েছে।
আটককৃতরা হল- মহেশখালীর দেবাঙ্গাপাড়া এলাকার মৃত. হাবিবুর রহমানের পুত্র মোজাম্মেল হক (৪৫) ও চকরিয়ার দরবেশ কাটা এলাকার মৃত মনছুর আলমের পুত্র মোহাম্মদ শরীফ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১টায় চালিয়াতলী বাজারের কাছে একটি নোহা গাড়িকে চ্যালেঞ্জ করে পুলিশ। এ সময় গাড়ি থেকে ৫২০ লিটার চোলাই মদ জব্দ করা হয়। আটক করা হয় দুই মাদককারবারিকে। এ ঘটনায় গাড়িটি জব্দ করা হয়েছে এবং পুলিশ বাদি হয়ে দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
পূর্বকোণ/এএইচ