চট্টগ্রাম রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫

চকরিয়ায় বানের জলে ভেসে যাওয়া দুই যুবকের মরদেহ উদ্ধার

চকরিয়া-পেকুয়া সংবাদদাতা

১০ আগস্ট, ২০২৩ | ১১:১৭ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় বানের জলে ভেসে গিয়ে নিখোঁজ দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার পৃথক স্থান থেকে তাদের অর্ধগলিত মরদেহ উদ্ধার হয়। এক পান ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার হয়েছে মহেশখালী থেকে। সোমবার সকালে লাকড়ি ধরতে গিয়ে নিখোঁজ হন তিনি।

নিখোঁজের ৩দিন পর বৃহষ্পতিবার (১০ আগস্ট) মহেশখালীর শাপলাপুরে স্থানীয়রা তার মরদেহটি দেখতে পায়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে পরিচয় শনাক্ত করে। নিহতের নাম শাহ আলম। তিনি পৌরসভার হাজির পাড়ার মৃত জাকির হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ।

এদিকে, রামপুর রেললাইন এলাকা থেকে মোহাম্মদ আসিফ (১৯) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকালে উদ্ধার হওয়া আসিফ বুধবার সন্ধ্যায় নিজ বাড়ি পূর্ব বড় ভেওলা থেকে বানের জলে ভেসে গিয়ে নিখোঁজ হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন পূর্ব বড় ভেওলা ইউনিয়নের চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না।

পূর্বকোণ/জাহেদ/রাজীব/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট