চট্টগ্রাম রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫

চন্দনাইশে ৪৮ ঘণ্টা পর স্রোতে ভেসে যাওয়া বৃদ্ধের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

১০ আগস্ট, ২০২৩ | ১২:৪৯ অপরাহ্ণ

চট্টগ্রামের দোহাজারীতে বন্যার স্রোতে ভেসে যাওয়ার দুই দিন পর আবু সৈয়দ (৮৩) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।

 

বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে দোহাজারী রেলওয়ের নতুন সেতুর নিচ থেকে ভাসমান অবস্থায় থাকা লাশটি উদ্ধার করা হয়।

 

আবু সৈয়দের বড় ছেলে মোক্তার হোসেন মুঠোফোনে জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে পূর্ব দোহাজারীর আফজল সওদাগরের নাছির মোহাম্মদপাড়া থেকে আনাসকে নিয়ে তার বাবা (আবু সৈয়দ) দোহাজারী পৌরসভার পূর্ব জামিজুরীতে তার বাড়িতে আসছিলেন। পথে তারা দুজনই বন্যার স্রোতে ভেসে যান। লাশ উদ্ধারের পর গতকাল রাতে পারিবারিকভাবে আনাসকে দাফন করা হয়।

 

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন পূর্বকোণকে বলেন, ‘আজ সকালে বন্যার স্রোতে ভেসে যাওয়া বৃদ্ধ আবু সৈয়দের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল তার নাতি আনাসের লাশ উদ্ধার করা হয়েছিল। দাদা-নাতির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ পারিবারিকভাবে দাদা আবু সৈয়দের লাশ দাফন করা হবে।’

 

উল্লেখ্য, গত মঙ্গলবার (৮ আগস্ট) তারা দুজন নিখোঁজ হন। আবু সৈয়দ চট্টগ্রামের চন্দনাইশের পূর্ব দোহাজারী নাছির মোহাম্মদপাড়ার বাসিন্দা। মো. আনাস তার মেজ ছেলের সন্তান। গতকাল বুধবার বিকেলের দিকে আবু সৈয়দের নাতি মো. আনাসের (১০) লাশ উদ্ধার করেন এলাকাবাসী।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট