চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

বসতঘরে বিদেশি মদ-বিয়ার, টেকনাফে স্বামী-স্ত্রীসহ তিনজন ধরা

টেকনাফ সংবাদদাতা

৯ আগস্ট, ২০২৩ | ৪:৩৬ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে বসতঘর থেকে ২৩ বোতল বিদেশি মদ, ৬৬ ক্যান বিয়ারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গ্রেপ্তারকৃতরা হলো- টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছ ব্রিজের মৃত নুরুল ইসলামের ছেলে নুরুল কবির (৪৬), তার স্ত্রী ছমিরা আক্তার (৪১) ও আব্দুল মজিদের ছেলে জাফর আলম প্রকাশ কালু (৩৬)।

 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, গোপন সংবাদে জানতে পারি হোয়াইক্যংয়ের তেচ্ছি ব্রিজ এলাকার নুরুল কবিরের বসতবাড়িতে মিয়ানমার থেকে মাদক আনার পর সেগুলো বিক্রির উদ্দেশ্যে মজুদ রয়েছে। খবর পাওয়ার পর গতকাল মঙ্গলবার নুরুল কবিরের বাড়িতে অভিযান চালিয়ে ২৩ বোতল বিদেশি মদ ও ৬৬ ক্যান বিয়ারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। মামলা রুজু করার পর তাদের কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট