চট্টগ্রাম রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫

লোহাগাড়ায় পানির স্রোতে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

৯ আগস্ট, ২০২৩ | ১:১৪ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় পানির স্রোতে ভেসে যাওয়া বৃদ্ধ আসহাব মিয়ার (৬০) লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৯ আগস্ট) সকাল ১০টায় পদুয়া ইউনিয়নের চুনতিপাড়া খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আসহাব মিয়া আমিরাবাদ চট্টলাপাড়ার কালু মিয়ার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম বাবুল জানান, সকালে পুদয়া ইউনিয়নের চুনতিপাড়া খালে নিখোঁজ আসহাব মিয়ার লাশ দেখে স্থানীয়রা। তারা আমাকে জানালে আমি ঘটনাস্থলে গিয়ে নিহতের স্বজন ও পুলিশকে খবর দিই। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম পূর্বকোণকে বলেন, লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, সোমবার (৭ আগস্ট) বিকেলে তেওয়ারিহাট বাজার থেকে বাড়ি যাওয়ার পথে পানির স্রোতে তলিয়ে যায় আসহাব মিয়া। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট