বান্দরবানের লামার কুমারি এলাকায় মাটির ঘরের দেয়াল চাপা পড়ে নুরুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এছাড়া টঙ্কাবতী আর নাইক্ষ্যংছড়ির দোছড়ি এলাকায় পাহাড়ি ঝিরিতে ভেসে গিয়ে দুইজন নিখোঁজ রয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দীন। তিনি বলেন, গত কয়েকদিনের টানা ভারী বর্ষণে বান্দরবানে পানি বৃদ্ধি পাচ্ছে। আজ সকালে লামা উপজেলার কুমারি এলাকায় মাটির ঘর চাপা পড়ে এক যুবক নিহত হয়েছে। এছাড়া ঙ্কাবতী আর নাইক্ষ্যংছড়ির দোছড়ি এলাকায় পাহাড়ি ঝিরিতে ভেসে গিয়ে দুইজন নিখোঁজ রয়েছে।
তিনি আরও বলেন, বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৮৫ মেট্রিক টন খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। ৪৩টি মেডিকেল টিম কাজ করছে। ২৬৫টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ৩ লক্ষাধিক লোক পানিবন্দি অবস্থায় রয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ