টানা বৃষ্টিতে চট্টগ্রামের চন্দনাইশ এলাকায় সড়ক ডুবে যাওয়ায় চট্টগ্রাম-কক্সবাজার রুটে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সকাল থেকে এই সড়ক বন্ধ রয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (৮ আগস্ট) সকালে চট্টগ্রাম চান্দনাইশ এলাকার রাস্তায় দেখা গেছে, পুরো সড়ক পানিতে টইটম্বুর। চট্টগ্রাম-কক্সবাজার সড়কের ওপর দিয়ে প্রবল স্রোতে পানি বয়ে যাচ্ছে। এই সড়কে যান চলাচল অনিরাপদ হয়ে পড়ায় চট্টগ্রাম-কক্সবাজার রুটে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ওই মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় প্রায় ছয় কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। কিছু কিছু গাড়ি আসলেও প্রায় গাড়ি পানি ডিঙিয়ে আসতে পারছে না।
প্রসঙ্গত, গত দুদিন থেকে পানিবন্দি চান্দনাইশ ও সাতকানিয়া উপজেলার কয়েক লাখ মানুষ। ফসলি জমিও পানির নিচে। বানের বানিতে ভেসে যাচ্ছে পুকুরের মাছও, পানিতে তলিয়েছে সবজি ক্ষেতও।
র্পূবকোণ/পিআর/এএইচ