চট্টগ্রামের ফটিকছড়ির পাইন্দং এলাকায় চায়ের দোকানে জুয়া খেলতে বাধা দেয়ায় এনামুল হক (৪৬) নামে এক প্রবাসীকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে জখম করার অভিযোগ উঠেছে চায়ের দোকানের মালিক মো. খলিলের (৩০) বিরুদ্ধে।
সোমবার (৭ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের বকসুর ঘাটায় এ ঘটনা ঘটে।
আহত এনামুল হক দক্ষিণ পাইন্দং এলাকার বদিউল আলমের ছেলে। অভিযুক্ত মো. খলিল একই এলাকার আবুল কালামের ছেলে।
প্রত্যক্ষদর্শী মো. শহিদুল পূর্বকোণকে বলেন, ঘটনার সময় আমি দোকানের বাইরে বসে ছিলাম। আহত এনাম ভাইয়ের সাথে তাস খেলা নিয়ে মোহাম্মদ হোছেনের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে দোকানদার খলিল বাইরে বের হয়ে হঠাৎ ছোট একটি ছুরি দিয়ে এনামকে এলোপাতাড়ি জখম করে। তখন বাধা দিতে গেলে আমাকেও ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাইন্দং ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান এ কে এম সরোয়ার হোসেন স্বপন পূর্বকোণকে বলেন, ঘটনাটি আমি শুনেছি। আহত এনাম চমেক হাসপাতালে চিকিৎসাধীন।
এ ব্যাপারে স্থানীয় মো. সরোয়ার বলেন, ছুরিকাঘাতের পর ছুরিটা ভেঙে গেলে পাশের বিলের মধ্যে ফেলে দেয়া হয়। এ সময় জনতা বাধা দিতে এলে খলিল পালিয়ে যায়।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মুহাম্মদ শহিদ বলেন, আমি শুনেছি এই এলাকায় মারামারির ঘটনা ঘটেছে। আমি থানা পুলিশকে বিষয়টি জানিয়েছি।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। প্রাথমিকভাবে জানতে পারি কথাকাটাকাটির জেরে ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়নি। মামলা হলে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে।
পূর্বকোণ/মুন্না/জেইউ/পারভেজ