চট্টগ্রাম বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

খাগড়াছড়িতে বাড়ছে চেঙ্গী নদীর পানি, পানির নিচে ২ শতাধিক ঘর

খাগড়াছড়ি প্রতিনিধি

৭ আগস্ট, ২০২৩ | ৪:৪৫ অপরাহ্ণ

খাগড়াছড়িতে চেঙ্গী নদীর পানি বৃদ্ধি পেয়ে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় দুই শতাধিক বাড়িঘর ও বেশ কয়েকটি সংযোগ সড়ক পানিতে ডুবে গেছে।

 

সরেজমিন ঘুরে দেখা যায়, খরস্রোতা চেঙ্গী নদীর পানি বেড়ে গিয়ে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় খাগড়াছড়ি পৌর শহরের গরুবাজার ও সবজিবাজার সংযোগ সড়ক পানিতে ডুবে গেছে। পৌর শহরের গঞ্জপাড়া, মুসলিমপাড়া, শব্দমিয়া পাড়া, পুরাতন জিপ স্টেশন, মেহেদীবাগ, কালাডেবাসহ চেঙ্গী নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বাড়িঘর পানিতে ডুবে গেছে।

 

পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রূপনগর এলাকায় নালা অর্ধ-নির্মিত ও সংস্কারের অভাবে পানিবন্দি হয়ে পড়েছে ৫০টি পরিবার। দীর্ঘ পাঁচ দিন ধরে এসব পরিবার রান্না করতে না পেরে মানবেতর জীবনযাপন করছে।

 

খাগড়াছড়ির জেলা প্রশাসক শহীদুজ্জামান সোমবার (৭ আগস্ট) বিকাল ৩টায় জেলার বন্যা কবলিত ও পাহাড় ধ্বসের ঝূকিপূর্ণ এলাকাগুলো পরিদর্শন করেন।

 

এ সময় তিনি জানান, পুরো জেলায় ১৩৩টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আশ্রয় নেয়ার পরামর্শ দেন।

 

পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিটন তালুকদার জানান, রূপনগর এলাকায় ড্রেনে জলাবদ্ধতার যে সমস্যাটা হচ্ছে তা দ্রুত সমাধানের উদ্যোগ গ্রহণ করবেন। এছাড়া দীঘিনালার মাইনী নদী, মানিকছড়ির হালদা ছড়াসহ বিভিন্ন উপজেলার নদী, ছড়ার পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বৃষ্টিতে পাহাড় ধসের ঝুঁকি থাকায় পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে আসতে মাইকিং চলছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত চেঙ্গী নদীর পানি বাড়ছে।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট