চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

৯ আরোহী নিয়ে বাঁকখালীর মোহনায় উল্টে গেল স্পিডবোট

মহেশখালী সংবাদদাতা

৬ আগস্ট, ২০২৩ | ৯:৫১ অপরাহ্ণ

মহেশখালী থেকে কক্সবাজার শহরে যাওয়ার পথে ৯ আরোহী নিয়ে উল্টে গেছে একটি স্পিডবোট। তবে এ ঘটনায় যাত্রীরা প্রাণে বেঁচে গেছে।

 

রবিবার (৬ আগস্ট) সন্ধ্যার দিকে মহেশখালী-কক্সবাজার নৌ-পথের বাঁকখালীর মোহনায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি এখন নেট দুনিয়ায় ভাইরাল।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬টায় ৯ জন আরোহী নিয়ে স্পিডবোটটি মহেশখালী থেকে কক্সবাজার যাওয়ার পথে বাঁকখালীর মোহনায় উল্টে যায়। এতে যাত্রীরা পানিতে পড়ে গেলে পাশের একটি স্পিডবোট তাদের উদ্ধার করে। খবর পেয়ে ৬ নম্বর ঘাট থেকে দুইটি স্পিডবোট এসে যাত্রীদের কক্সবাজার নিয়ে যায়।

 

সাইফুল সিকদার নামে এক প্রত্যক্ষদর্শী যুবক জানান, কক্সবাজার থেকে আরেকটি স্পিডবোট করে আসার পথে ওই স্পিডবোট ঢেউয়ে উল্টে যেতে দেখি। তবে অন্য একটি স্পিডবোট এগিয়ে এসে তাদের রক্ষা না করলে প্রাণহানির ঘটনা ঘটতে পারতো। প্রতিটি স্পিডবোটে লাইফ জ্যাকেট নাই বলে দাবি করেন এই যাত্রী।

 

স্পিডবোট চালক বলেন, কয়েকজন লাইফ জ্যাকেট গায়ে দিলেও অনেকে দিতে চায় না।

 

জানা গেছে, কক্সবাজার-মহেশখালী নৌপথে লাইফজ্যাকেট ব্যবহার বাধ্যতামূলক করা হলেও তা মানছে না বোট চালকরা। আর ওই বিষয়ে তদারকিও করছেন না কেউ।

 

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিকি মারমা মুঠোফোন রিসিভ না করায় এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

পূর্বকোণ/হোবাইব/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট