চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

টেকনাফে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু

টেকনাফ সংবাদদাতা

৬ আগস্ট, ২০২৩ | ৯:২১ অপরাহ্ণ

টেকনাফ-কক্সবাজার সড়কে উম্মে হাবিবা নামের ৭ বছরের এক শিশু যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত হয়েছে।

 

রবিবার (৬ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার হোয়াইক্যংয়ের মিনাবাজার টেক নামক এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

 

নিহত শিশু হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার মোরা পাড়া এলাকার বাসিন্দা নাজির হোসেনের মেয়ে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে আসা টেকনাফগামী পায়রা সার্ভিস নামে বাসের (কক্সবাজার জ-১১-০২৩২) ধাক্কায় শিশুটি পড়ে যায়। পরে সামনের চাকায় চাপা পড়ে শিশুটি ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। ঘটনার পরপরই চালক ও হেলপার পালিয়ে যায়।

 

হোয়াইক্যং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে হোয়াইক্যং হাইওয়ে পুলিশে দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে সুরতহাল শেষে মরদেহ থানায় নিয়ে যায় এবং গাড়িটি জব্দ করে।

 

পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট