চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

কাপ্তাই হ্রদে নৌযান চলাচল বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

৫ আগস্ট, ২০২৩ | ৪:০৪ অপরাহ্ণ

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদে আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের নৌ চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন।

আজ শনিবার জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

এতে আরও বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষা ও জরুরি সরকারি কাজে নিয়োজিত নৌযান নিষেধাজ্ঞার আওতায় পড়বে না।

এছাড়া জরুরি প্রয়োজনে জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।

এদিকে, ভারী বর্ষণে পাহাড় ধসের আশঙ্কা থাকায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সর্তকতা ও নিরাপদ আশ্রয়কেন্দ্রে যাওয়া জন্য জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস থেকে জেলা শহরে জনসচেতনতামূলক মাইকিং করা হচ্ছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট