চট্টগ্রাম রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

টেকনাফ সংবাদদাতা

৩১ জুলাই, ২০২৩ | ১১:৪৫ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফের নাইক্ষ্যংখালী এলাকা থেকে ৪০ হাজার ইয়াবাসহ আব্দুর রহিম (৩৯) নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

 

সোমবার (৩১ জুলাই) দুপুর ২টার দিকে কক্সবাজার টু টেকনাফগামী সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার আব্দুর রহিম (৩৯) ওই উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড পূর্ব মহেশখালীয়াপাড়া (মধ্য হ্নীলা) এলাকার মৃত সাব্বির আহমদের ছেলে।

 

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০ হাজার ইয়াবাসহ এক মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সে দীর্ঘদিন ইয়াবা ব্যবসার সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট