চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

অস্ত্র মামলার সাজা থেকে বাঁচতে ৩৫ বছর আত্মগোপন, অবশেষে ধরা

নিজস্ব প্রতিবেদক

৩০ জুলাই, ২০২৩ | ৪:২৫ অপরাহ্ণ

চট্টগ্রামের ভাটিয়ারি থেকে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. জসিম উদ্দীনকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার জসিম কোতোয়ালী থানার স্টেশন কলোনির রুহুল আমিনের ছেলে।

 

র‌্যাব জানায়, ১৯৯৮ সালে আগ্নেয়াস্ত্রসহ মো. জসিম উদ্দিন কোতোয়ালি থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে অস্ত্র মামলা রুজু হয়। মামলা বিচারাধীন থাকা অবস্থায় আসামি মো. জসিম উদ্দীন জামিনে মুক্ত হয়ে আত্মগোপনে চলে যায় এবং ২০ বছর বিদেশে অবস্থান করে। এরপর ২০১৪ সালে দেশে ফিরে এসে নাম ঠিকানা পরিবর্তন করে ৯ বছর ধরে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় বাসবাস করে আসছিল। এ মামলায় আদালত আসামির অনুপস্থিতিতে ১০ বছরের কারাদণ্ড প্রদান করেন।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, এ মামলার আসামি সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকায় অবস্থান করছে: এমন তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার অভিযান চালিয়ে আসামি জসিমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট