চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

পটিয়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভিক্ষুকের, চালক আটক

পটিয়া সংবাদদাতা

২৮ জুলাই, ২০২৩ | ৯:৫৭ অপরাহ্ণ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় মনির হোসেন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চালককে আটক করেছে পুলিশ।

 

আজ শুক্রবার (২৮ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে মহাসড়কের পটিয়া মনসা চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, আজ সন্ধ্যায় একটি যাত্রীবাহী বাস পটিয়া থেকে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। এ সময় মনসা চৌমুহনী এলাকায় রাস্তা পার হওয়ার সময় ওই বৃদ্ধকে বাসটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে উপস্থিত লোকজন পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে বাস ও বাসের চালককে আটক করে।

 

পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাংশু বিকাশ সরকার পূর্বকোণকে বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাড়ি ও চালককে আটক করি। নিহতের বাড়ি ময়মনসিংহে বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্থানীয়রা জানিয়েছে, সে পটিয়া এলাকায় ভিক্ষা করত। তার স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা আসলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

 

পূর্বকোণ/রবিউল/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট