ঢাকায় বিএনপির মহাসমাবেশে গিয়ে গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল নেতা অহিদুল ইসলাম চৌধুরী।
বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে মিডওয়ে হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অহিদুল ইসলাম আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের বাসিন্দা আবদুর রহিম চৌধুরীর ছেলে। তিনি দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সদস্য ও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক।
দক্ষিণ জেলা ছাত্রদল নেতা মো. ইসমাইল বিন মনির বলেন, বৃহস্পতিবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি দল মিডওয়ে হোটেলে অভিযান চালিয়ে অহিদকে গ্রেপ্তার করে। পরে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়। আমরা মামলা প্রত্যাহারসহ অহিদ ভাইয়ের মুক্তি দাবি করছি।
আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতাউল হক চৌধুরী বলেন, আনোয়ারার একব্যক্তিকে ঢাকায় গ্রেপ্তারের খবর শুনেছি। পরে বিস্তারিত বলতে পারব।
পূর্বকোণ/সুমন/জেইউ/এএইচ