চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে জিপের ধাক্কা, নিহত ২

নিজস্ব প্রতিবেদক

২৬ জুলাই, ২০২৩ | ১২:২৮ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে জিপের ধাক্কা লেগে জিপচালক ও এক যাত্রী নিহত হয়েছেন। এতে আরও তিনজন আহত হয়েছেন।

 

বুধবার (২৬ জুলাই) সকাল পৌনে ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের হাদিফকিরহাটে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- কুমিল্লার বুড়িচং উপজেলার মো. সোবহানের ছেলে মো. মাহবুব (৩৫) ও একই এলাকার ফুল মিয়ার ছেলে মো. মাইনুদ্দিন (৩৭)।

 

নিহত মাহবুব গাড়ির চালক ও মাইনুদ্দিন গাড়ির যাত্রী ছিলেন। তবে আহতদের নাম-পরিচয় জানা যায় নি।

 

কুমিরা হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন জানান, ভোরে কক্সবাজার থেকে কুমিল্লা যাওয়ার পথে হাদিফকিরহাটে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাককে দ্রুতগতির একটি জিপ ধাক্কা দেয়। এতে চালকসহ দু’জন নিহত হন। আহত হয়েছেন আরও তিনজন। তাদের হাসপাতলে নেয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট