চট্টগ্রাম শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

উখিয়ায় রোহিঙ্গাকে পিটিয়ে হত্যা

উখিয়া সংবাদদাতা

২৬ জুলাই, ২০২৩ | ১২:১৪ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে মো. ইসহাক (৪০) নামের এক রোহিঙ্গাকে পিটিয়ে হত্যা করেছে আরসা সন্ত্রাসীরা। নিহত মো. ইসহাক ৭ নম্বর ক্যাম্পের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

 

বুধবার (২৬ জুলাই) সকাল ৭ টার দিকে কুতুপালং ৭ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।

 

ক্যাম্পে নিয়োজিত ১৪ এপিবিএনের অধিনায়ক সৈয়দ হারুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

রোহিঙ্গা নেতারা জানান, বুধবার সকালে আরসার সন্ত্রাসীরা পিটিয়ে ইসহাককে হত্যা করে। ইসহাক প্রত্যাবাসনের পক্ষে কথা বলায় আরসার সন্ত্রাসীরা তাকে পিটিয়ে হত্যা করেছে।

 

আরকান রোহিঙ্গা সোসাইটি ফরপিস হিউম্যান রাইটের চেয়ারম্যান মো. জুবায়ের বলেন, আরসা সন্ত্রাসীরা ক্যাম্পে প্রতিনিয়ত হত্যা,গুম করার ঘটনায় সাধারণ রোহিঙ্গারা আতঙ্কে দিনাতিপাত করছে।

 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে রোহিঙ্গার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট