খাগড়াছড়ির মাটিরাঙায় দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ জুলাই) সকালের দিকে আলুটিলা জার্মপ্লাজম এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
খাগড়াছড়ি সদরের পানখাইয়াপাড়ার বাসিন্দা রজনীকান্ত চাকমার ছেলে আলোপম চাকমা (৪৭) ও দীঘিনালার পাবলাখালীর বাসিবি জ্ঞানময় চাকমার ছেলে প্রীতিময় চাকমা (৪৫)।
মাটিরাঙা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার শান্তিময় ত্রিপুরা ত্রিপুরা বলেন, সকালে স্থানীয়রা জুমে কাজ করতে গেলে জার্মপ্লাজম এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় দুটি মরদেহ দেখতে পেয়ে মাটিরাঙা থানা পুলিশে খবর দেয়।
বিষয়টি নিশ্চিত করে মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে রয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ