চট্টগ্রাম শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

উখিয়ার গহীন পাহাড়ে মিলল অজ্ঞাতনামা যুবকের লাশ

উখিয়া সংবাদদাতা

২৩ জুলাই, ২০২৩ | ১২:১৭ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় মাটির নিচ থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ জুলাই) সন্ধ্যায় কালমারছড়ার গহীন পাহাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আলী জানান, শনিবার সন্ধ্যায় ছিদ্দিক নামে একব্যক্তি মাঠ থেকে গরু আনতে গিয়ে মাটি চাপা অবস্থায় লাশের হাত দেখতে পান। তিনি বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

 

তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট