বান্দরবানের কাপ্তাই সড়কের ডাকবাংলা এলাকা থেকে অপহৃত ৩ নির্মাণ শ্রমিককে মুক্তি দিয়েছে সন্ত্রাসীরা। পুলিশ জানিয়েছে, অপহৃতদের ছেড়ে দেওয়া হয়েছে।
আজ শনিবার (২২ জুলাই) দুপুরে অপহরণের ওই এলাকায় ছেড়ে দেয় সন্ত্রাসীরা। সন্ত্রাসীরা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করলেও অপহৃতরা কত টাকা দিয়ে মুক্তি পেয়েছে এ বিষয়ে কিছু জানা যায়নি।
মুক্তিপ্রাপ্তরা হল, মোহাম্মদ ইসমাইল হোসেন (২১), মোহাম্মদ রবি ( ২০) ও ইমাম হোসেন (২০)। এদের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া এলাকায়।
শুক্রবার রাত ১১টার দিকে সড়ক ও জনপথ বিভাগের একটি ব্রিজের নির্মাণ কাজের স্থল থেকে ফেরার সময় সন্ত্রাসীরা তাদের অপহরণ করে।
মুক্তিপণ বাবদ সন্ত্রাসীরা নির্মাণ কাজের ঠিকাদার মোহাম্মদ মিজানুর রহমানের কাছে ১০ লাখ টাকা দাবি করেছিল বলে জানা যায়।
পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম জানিয়েছেন, সন্ত্রাসীরা এর আগে ওই ঠিকাদারের কাছে চাঁদা চেয়েছিল। পরে শুক্রবার রাত ১১টার দিকে নির্মাণ কাজের স্থল থেকে ১৪ জন শ্রমিক ফেরার পথে সেখান থেকে তিনজনকে অপহরণ করে। তাদের কাছে থাকা ১৩টি মোবাইল নিয়ে যায় অপহরণকারীরা। তবে কে বা কারা এই অপহরণের ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত করা যায়নি।
পূর্বকোণ/মিনার/জেইউ/পারভেজ