চট্টগ্রাম মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

বোয়ালখালীতে মেয়াদোত্তীর্ণ গ্যাস সিলিন্ডার বিক্রি, জরিমানা

বোয়ালখালী সংবাদদাতা

২২ জুলাই, ২০২৩ | ৯:৩৩ অপরাহ্ণ

মেয়াদোত্তীর্ণ গ্যাস সিলিন্ডার বিক্রি ও নোংরা পরিবেশে ব্যবসা পরিচালনার দায়ে চট্টগ্রামের বোয়ালখালীতে ৫ ব্যবসায়ীকে ৭৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

শনিবার (২২ জুলাই) পৌরসদরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন।

 

তিনি বলেন, মেয়াদোত্তীর্ণ গ্যাস সিলিন্ডার বিক্রি করায় পৌরসভার মুজাহিদ চৌধুরী পাড়ার মো.আজিমকে ৩০ হাজার টাকা, মুরাদ মুন্সিহাটের আবছার উদ্দিনকে ২৫ হাজার টাকা, উপজেলা সদরের তুলাতলে মেয়াদোত্তীর্ণ পণ্য ও নোংরা পরিবেশে ব্যবসা করায় খোরশেদ আলমকে ৮ হাজার টাকা, নজরুল ইসলামকে ১০ হাজার টাকা এবং মোহাম্মদ ইকবালকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

জরিমানার পাশাপাশি মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার এবং মালামাল আগামী এক সপ্তাহের মধ্যে সরিয়ে ফেলার নির্দেশনা প্রদান করা হয়।

 

পূর্বকোণ/পূজন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট