চট্টগ্রাম মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

বান্দরবানে ৩ শ্রমিককে অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

বান্দরবান প্রতিনিধি

২২ জুলাই, ২০২৩ | ১১:৪৯ পূর্বাহ্ণ

বান্দরবান-কাপ্তাই সড়কের ডাকবাংলো এলাকা থেকে ৩ নির্মাণ শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। শুক্রবার (২১ জুলাই) রাত ১১টায় ওই এলাকায় সড়ক ও জনপথ বিভাগের একটি ব্রিজের কাজ করে ফেরার সময় সন্ত্রাসীরা তাদের অপহরণ করে।

 

অপহৃতরা হলো- মোহাম্মদ ইসমাইল হোসেন (২১), মোহাম্মদ রবি (২০) ও ইমাম হোসেন (২০)। এদের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়ায়।

 

মুক্তিপণ বাবদ সন্ত্রাসীরা নির্মাণ কাজের ঠিকাদার মোহাম্মদ মিজানুর রহমানের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে জানা গেছে। ঘটনার পর ওই এলাকায় অপহৃতদের খোঁজে সেনাবাহিনী ও পুলিশ গেছে।

 

পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম জানিয়েছেন, সন্ত্রাসীরা এর আগে ওই ঠিকাদারের কাছে চাঁদা চেয়েছিল। পরে শুক্রবার রাত ১১টার দিকে নির্মাণ কাজের স্থল থেকে ১৪ জন শ্রমিক ফেরার সময় তিনজনকে অপহরণ করে সন্ত্রাসীরা। তাদের কাছে থাকা ১৩টি মোবাইলও নিয়ে গেছে অপহরণকারীরা। তবে কে বা কারা এই অপহরণের ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত করা যায়নি। অপহৃতদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।

 

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট