চট্টগ্রাম মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

সাবেক এনএসআই পরিচালক মুসা মিয়ার মৃত্যুবার্ষিকী আজ

বিজ্ঞপ্তি

২১ জুলাই, ২০২৩ | ১২:৩৭ অপরাহ্ণ

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক পরিচালক মুসা মিয়া চৌধুরীর ৩৮তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি চট্টগ্রামের রাউজান মহামুনি পাহাড়তলীর কৃতি সন্তান।

 

কর্মজীবনে মুসা মিয়া চৌধুরী ছিলেন বাংলাদেশ পুলিশের একজন সিনিয়র এসপি। স্বাধীনতার পূর্বে তিনি আমেরিকার ওয়াশিংটনে ইন্টারন্যাশনাল পুলিশ একাডেমিতে কর্মরত ছিলেন। সত্তর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রের সিআইএ পরিচালিত ইনপোলস প্রোগ্রামের আওতায় তিনি আন্তর্জাতিক পুলিশ বিষয়ে ট্রেনিং নেন।

 

স্বাধীনতার পর ১৯৭২ সালের ২৯ ডিসেম্বর মুসা মিয়া চৌধুরীসহ দক্ষ কিছু পুলিশ কর্মকর্তাকে নিয়ে এনএসআই গঠন করা হয়। ১৯৭৬ সালে বাংলাদেশ পুলিশের সংস্কারে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। ১৯৮১ সালে তিনি অবসর গ্রহণ করেন।

 

কর্মজীবনে মানুষের সেবায় অনন্য সহায়ক অবদানের জন্য রাষ্ট্র তাকে ‘পিপিএম’ পদকে ভূষিত করে। সততার জন্য তিনি তৎকালীন পুলিশ ডিপার্টমেন্টে সুপরিচিত ছিলেন।তার রুহের মাগফেরাতের জন্য পরিবার সবার কাছে দোয়া চেয়েছে।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট