চট্টগ্রাম শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

শাহপরীরদ্বীপ সমুদ্রসৈকত থেকে কঙ্কাল উদ্ধার

টেকনাফ সংবাদদাতা

২০ জুলাই, ২০২৩ | ৯:৫৪ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপ ঘোলারপাড়া নামক সাগরের তীরবর্তী ঝাউবাগানের পাশে সমুদ্রসৈকতে ভেসে আসা একটি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুর ১২টার দিকে ওই উপজেলার ঘোলারপাড়া নামক এলাকা থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার পুলিশ পরিদশক (তদন্ত) মো. নাছির উদ্দিন মজুমদার বলেন, স্থানীয় লোকজন জোয়ারের পানির সঙ্গে ভেসে আসা একটি কঙ্কাল (অজ্ঞাত লাশ) দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে উপ-পরিদশক (এসআই) মোহাম্মদ কামালের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্ততসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেন। কঙ্কালের ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশটি গলিত অবস্থায় থাকায় মৃতদেহের লিঙ্গ, বয়স নির্ধারণ করা যায়নি।

 

পূর্বকোণ/কাশেম/জেইউ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট