চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

দুইদিনেও খোঁজ মেলেনি কর্ণফুলীতে নিখোঁজ কলেজছাত্রের

বোয়ালখালী সংবাদদাতা

২০ জুলাই, ২০২৩ | ৯:০০ অপরাহ্ণ

দুইদিনেও খোঁজ মেলেনি চট্টগ্রামের বোয়ালখালীতে কর্ণফুলী নদীতে নিখোঁজ কলেজছাত্র মো. মিনহাজের। এখনো উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিস, আত্মীয়স্বজন ও স্থানীয়রা।

 

বৃহস্পতিবার (২০ জুলাই) রাত ৮টায় স্থানীয় পৌর কাউন্সিলর শেখ আরিফ উদ্দিন জুয়েল জানান, এখনও মিনহাজের খোঁজ পাওয়া যায় নি। অপেক্ষায় রয়েছেন মিনহাজের পরিবারের সদস্যরা।

 

বুধবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে পূর্ব কালুরঘাট ফেরিঘাট এলাকায় নদী থেকে বল তুলে আনতে গিয়ে স্রোতের তোড়ে তলিয়ে যায় মিনহাজ।

 

নিখোঁজ মিনহাজ পূর্ব গোমদণ্ডী ৩ নম্বর ওয়ার্ড এলাকার মাহমুদুল হকের ছেলে। সে বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

 

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. সাইদুর রহমান বলেন, উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। নদীতে প্রচুর স্রোত রয়েছে। তবুও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

 

পূর্বকোণ/পূজন/জেইউ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট