চট্টগ্রাম শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

টেকনাফে সাড়ে ৫ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার

টেকনাফ সংবাদদাতা

১৯ জুলাই, ২০২৩ | ৯:৫৯ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফ সাবরাং আলীর ডেইল এলাকা থেকে ৫ হাজার ৫৫০ ইয়াবাসহ দিলদার বেগম দিলু (২৪) নামে এক মহিলা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

 

মঙ্গলাবার (১৮ জুলাই) রাত ১২টার দিকে সাবরাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আলীর ডেইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার দিলদার বেগম দিলু টেকনাফের আলীর ডেইল এলাকার নাজমুলের স্ত্রী।

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ হাজার ৫৫০ ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারের বিভিন্ন স্থানে বিক্রয় করে থাকে বলে স্বীকার করে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট