চট্টগ্রাম মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

কুরিয়ার সার্ভিসে ইয়াবা পাঠাতে গিয়ে যুবক গ্রেপ্তার

লামা-আলীকদম সংবাদদাতা

১৯ জুলাই, ২০২৩ | ৯:১৫ অপরাহ্ণ

বান্দরবানের লামায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পার্সেল করে ইয়াবা পাচারকালে শরিফুল ইসলাম (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বুধববার (১৯ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে লামা বাজারের সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার শরিফুল ইসলাম উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের উত্তর দরদরী নয়াপাড়া গ্রামের আরব আলীর ছেলে। সে পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক।

 

লামা থানার উপ-পরিদর্শক (এসআই) সাহিদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লামা বাজারের সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিস থেকে ৯৫০ পিস ইয়াবাসহ শফিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছে থাকা একটি পার্সেল প্যাকেট থেকে ইয়াবা উদ্ধার করা হয়।

 

নাম প্রকাশ না করা শর্তে সিএনজি মালিক সমিতির এক সদস্য বলেন, ইয়াবা প্যাকেটটি একটি ক্যাম্প থেকে পার্সেল করার জন্য শরিফুলকে দায়িত্ব দেয়া হয়েছিল। এই বিষয়টি তদন্ত করে সত্যতা যাচাই করতে অনুরোধ করেছে সাধারণ মানুষ।

 

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ বলেন, ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

 

পূর্বকোণ/রফিক/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট