চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

আনোয়ারায় ১০৮০ কেজি ইলিশ জব্দ, নিলামে বিক্রি

আনোয়ারা সংবাদদাতা

১৯ জুলাই, ২০২৩ | ৮:১৬ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় চাতরী চৌমহনী বাজারে অভিযান চালিয়ে ১ হাজার ৮০ কেজি ইলিশ মাছ জব্দ করে নিলামে বিক্রি করেছে মৎস্য অধিদপ্তর। এ সময় মাছ বিক্রেতা ও ট্রাক ড্রাইভারকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।

 

বুধবার (১৯ জুলাই) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশিদুল হক। পরে এসব জব্দকৃত মাছ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমনের উপস্থিতিতে উপজেলা পরিষদের ৫টি এতিমখানায় বিতরণ ও বাকি মাছ ১ লাখ ৯৪ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।

 

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক বলেন, সাগরে মাছ ধরা নিষিদ্ধ সময়ে পরিবহন ও বিক্রি করার দায়ে অভিযান চালিয়ে ২৭ মণ মাছ জব্দ করা হয়। পরে এসব মাছ নিলামে বিক্রি ও কিছু মাছ ৫টি এতিমখানায় দেওয়া হয়।

 

পূর্বকোণ/সুমন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট