চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

বোয়ালখালীতে নদীতে ডুবে কলেজ শিক্ষার্থী নিখোঁজ

বোয়ালখালী সংবাদদাতা

১৯ জুলাই, ২০২৩ | ৭:০৯ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে কর্ণফুলী নদী থেকে বল তুলতে গিয়ে মো. মিনহাজ (১৯) নামের এক কলেজ শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।

 

আজ বুধবার (১৯ জুলাই) বিকেল ৫টার দিকে বোয়ালখালী উপজেলার পূর্ব কালুরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

 

নিখোঁজ মিনহাজ পৌরসভার পূর্ব গোমদণ্ডী ৩ নম্বর ওয়ার্ডের মো. মাহমুদুল হকের ছেলে। সে বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

 

প্রত্যক্ষদর্শী মো. খোরশেদ আলম বলেন, কর্ণফুলী নদীর পূর্ব পাড়ে কালুরঘাট সেতুর নিচে ফেরিঘাটে বন্ধুদের সাথে ফুটবল খেলছিল মিনহাজ। একপর্যায়ে বলটি নদীতে পড়লে তা তুলে আনতে যায় মিনহাজ। এ সময় সে স্রোতের তোড়ে তলিয়ে যায়।

 

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. সাইদুর রহমান পূর্বকোণকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। আমাদের ডুবুরি দল আগ্রাবাদ থেকে ঘটনাস্থলে আসলেই উদ্ধার কার্যক্রম শুরু হবে।

 

পূর্বকোণ/পূজন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট