চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

নানিয়ারচরে পিকআপ খাদে, প্রাণ গেল যুবকের

নানিয়ারচর প্রতিনিধি

১৯ জুলাই, ২০২৩ | ১:১১ অপরাহ্ণ

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় আমবোঝাই পিকআপ খাদে পড়ে আহত স্বপন বড়ুয়ার (৩৫) মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৮ জুলাই) রাতে রাঙামাটি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত স্বপন বড়ুয়া কাউখালী উপজেলার বেতছড়ির বাসিন্দা বাবুল বড়ুয়ার ছেলে।

জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের রাবার বাগান এলাকায় আমবোঝাই পিকআপ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ১০০-১৫০ ফুট নিচে খাদে পড়ে যায়। এতে স্বপন বড়ুয়া নামে এক যুবক গুরুতর আহত হয়।

নানিয়ারচর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুন্সী আনিসুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত পিকআপের হেলপার কামরুল ইসলাম আহত যুবককে উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করেন। রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট