চট্টগ্রাম বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

৪০ দিনে সাইকেলে ৬৪ জেলা ভ্রমণ বীর কুমার তঞ্চঙ্গ্যার

কাপ্তাই সংবাদদাতা

১৮ জুলাই, ২০২৩ | ৯:২৬ অপরাহ্ণ

৪০ দিনে সাইকেল চালিয়ে দেশের ৬৪ জেলা ভ্রমণ শেষে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ৪ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে ফিরেছেন বীর কুমার তঞ্চঙ্গ্যা। আজ মঙ্গলবার (১৮ জুলাই) বিকালে ভ্রমণ সমাপ্ত করে নিজ ঘরে ফিরেন তিনি।

 

বীর কুমার তঞ্চঙ্গ্যা ওই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড কুকিয়াছড়ির সুশীল তঞ্চঙ্গ্যার ছেলে।

 

বীর তঞ্চঙ্গ্যা পূর্বকোণকে বলেন, গতমাসের ৮ জুন সাইকেলযোগে প্রথমে ফেনী জেলায় ভ্রমণ করি। এরপর অন্যান্য জেলা ভ্রমণ শুরু করেছি। আমার ছোট বেলায় স্বপ্ন ছিলো সাইকেলযোগে বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমণ করব। তাই সত্যিকারে ভ্রমণ করে তা বাস্তবায়ন করায় আমি খুশি।

 

ভ্রমণে ৩টি প্রতিপাদ্য নিয়ে ৬৪ জেলা ভ্রমণের পাশাপাশি প্রচারণা চালিয়েছে বলে সে জানায়।

 

প্রচারণাগুলো হল- গাছ কাটা থেকে বিরত থাকুন, বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু রোধ করুন এবং রক্তদান করে মানুষের জীবন বাঁচান।

 

ভ্রমণ করার সময় বিভিন্ন দর্শনীয় জায়গা ও ৬৪ জেলার বিভিন্ন সাইকেলিং গ্রুপের সাথে দেখা করেছে সে। তার ইচ্ছে আগামীতে সাইকেলযোগে ভারতের ২৮ রাজ্য ভ্রমণ করার। বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে এ প্রথম সাইকেলে করে ৬৪ জেলা ভ্রমণ করলেন তিনি। বিষয়টি সুধীমহলের মধ্যে বেশ প্রশংসিত হয়েছে। বুধবার (১৯ জুলাই) রাঙ্গামাটি জেলা প্রশাসকের সাথে বীর কুমার তঞ্চঙ্গ্যা দেখা করবে বলে জানায়।

 

পূর্বকোণ/কবির/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট