সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন দূর্বার তারুণ্যের ‘আমরা মালি’ শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ‘আমার যত্নে, আমার গাছ’ এই স্লোগানকে ধারণ করে ১৫ জুলাই (শনিবার) বেলা ১১টায় স্বন্দ্বীপের বাউরিয়া ইউনিয়নে বৃক্ষরোপণের মাধ্যমে প্রজেক্টটির কার্যক্রম উদ্বোধন করা হয়।
সংগঠনের চেয়ারম্যান মুহাম্মদ আবু আবিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা।
মাহফুজুর রহমান মিতা বলেন, সুস্থভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজন দেশের মোট আয়তনের ২৫ ভাগ বনভূমি। অথচ বাংলাদেশে তার চেয়ে অনেক কম আছে। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রয়োজন প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ। কেবল বৃক্ষরোপণ করলেই এই সংকট কাটানো সম্ভব নয়। এ জন্য প্রয়োজন গাছের সঠিক পরিচর্যা। সর্বস্তরের মানুষকে সচেতন করতে এবং বৃক্ষরোপণ কর্মসূচির পরিসর বাড়াতে ‘আমরা মালি’ কর্মসূচিকে স্বাগত জানানো হয়েছে।
আরও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, মো. কামরুল ইসলাম, হযরত আলী মোবারক, মেহেদী হাসান সাগর, মো. শাহাদাত, শরীফ হোসেন, আহমেদ বিন মহব্বতসহ দূর্বার তারুণ্য এর সাবেক কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।
পূর্বকোণ/এসি