চট্টগ্রাম বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

নাইক্ষ্যংছড়িতে পাহাড় কাটায় গ্রেপ্তার ১

নাইক্ষ্যংছড়ি সংবাদদাতা

১৭ জুলাই, ২০২৩ | ৮:০২ অপরাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় দিনদুপুরে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মুজিবুল হক প্রকাশ মুজিবুল্লাহ (৫০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি স্কেবেটর জব্দ করা হয়।

 

সোমবার (১৭ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ছুল্ল্যা পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমেন শর্ম্মা এ অভিযান পরিচালনা করেন।

 

গ্রেপ্তার মো. মুজিবুল্লাহ সোনাইছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল জলিলের ছেলে।

 

জানা যায়, সোনাইছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ছুল্ল্যা পাড়া এলাকায় পাহাড় থেকে মাটি কাটার অভিযোগ পেয়ে উপজেলা প্রশাসন এ বিষয়ে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

 

রোমেন শর্ম্মা বলেন, পরিবেশ সংরক্ষণ ও পাহাড় রক্ষায় যেকোনো কঠোর পদক্ষেপ নেয়া হবে। পাহাড় কাটার বিষয়টি আরো তদন্ত করে পরিবেশ আইনে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জন্য পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের অনুরোধ করা হবে।

 

পূর্বকোণ/শামীম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট