চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

বিএনপির আন্দোলনের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা কখনো সফল হবেনা: কৃষিমন্ত্রী

রাউজান সংবাদদাতা

১৭ জুলাই, ২০২৩ | ৩:৪২ অপরাহ্ণ

কৃষিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি যেভাবে আন্দোলনের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে, তা কখনো সফল হবে না। দেশের সংবিধান অনুসারে ক্ষমতাসীন সরকারের হাত ধরেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল প্রকার অপশক্তিকে কঠিন হাতে প্রতিহত করা হবে।

 

সোমবার (১৭ জুলাই) দুপুর ১২টায় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এমপির উদ্যোগে ফলজ, বনজ, ওষুধি গাছের ৫৩ উন্নতজাতের পাঁচ লাখ চারা বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

রাউজান সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দীন পারভেজ।

 

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘বিশ্বে তাপমাত্রা বাড়ছে। আমাদের দেশকে রক্ষা করতে হলে পরিবেশকে রক্ষা করতে হবে। এ জন্য গাছ লাগানোর বিকল্প নেই।’

 

তিনি বলেন, ‘বিএনপির আমলে দেশে খাদ্য ঘাটতি ছিল। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে। দেশ এখন অনেক এগিয়ে গেছে।’

 

এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেন, ‘রাউজান ক্লিন, গ্রিন, পিংক উপজেলা। আমরা আগেও ৫ লাখ চারা রোপণ করেছি। আজ ৫ লাখ চারা দিলাম। আমাদের কনসেপ্ট হচ্ছে আমরা ফল বাইরে থেকে কিনব না, উৎপাদন বাইরে বিক্রি করবো।’

 

উল্লেখ্য, রাউজানের ১৪ ইউনিয়ন ও পৌরসভার ৯ ওয়ার্ড ছাড়াও বিভিন্ন সংগঠন, সংস্থা, প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ গাছের চারা বিতরণ করা হয়।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট