চট্টগ্রাম বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

মহেশখালীতে ভোটগ্রহণ শুরু

মহেশখালী সংবাদদাতা

১৭ জুলাই, ২০২৩ | ১১:৩৮ পূর্বাহ্ণ

কক্সবাজারের মহেশখালী উপজেলার বহুল আলোচিত ধলঘাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট গ্রহণ শুরু হয়েছে। সোমবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত। তীব্র গরমে মানুষ লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।

 

সকাল সাড়ে এ রিপোর্ট লেখা পর্যন্ত শান্তিপুর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে বলে জানিয়েছেন ১ নম্বর ওয়ার্ডে লাইনে দাঁড়ানো ভোটাররা।

 

সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় এড়াতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে র‌্যাব, পুলিশ ও আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নির্বাচনী এলাকায় টহল দিচ্ছেন। ভোটের পরের দিন পর্যন্ত তারা থাকবেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে রয়েছেন ৪ জন নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

 

উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল পূর্বকোণকে বলেন, ‘সকাল থেকে শান্তিপুর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে এবং ভোটারদের সরব উপস্থিতি দেখা গেছে। আর ভোটাররা যেন অবাধে এসে তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করতে পারেন সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট