চট্টগ্রাম বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

আনোয়ারায় ৪০০ কেজি মাছ জব্দ, নিলামে বিক্রি

আনোয়ারা সংবাদদাতা

১৬ জুলাই, ২০২৩ | ৮:১৮ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় নিষিদ্ধ সময়ে মাছ বিক্রির দায়ে ৪০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করে পরে তা নিলামে বিক্রি করেছে মৎস্য অধিদপ্তর।

 

রবিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার চাতরী চৌমহনী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক। এ সময় মেরিন ফিসারিজ অফিসার হুজ্জাতুল ইসলাম ও মোহাম্মদ এনামুল হক উপস্থিত ছিলেন।

 

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক বলেন, সাগরে মাছ ধরার নিষিদ্ধ সময়ে রবিবার অভিযান চালিয়ে ৪০০ কেজি মাছ জব্দ করা হয়। পরে এ মাছ ১৩ হাজার ৫০০ টাকায় নিলামে বিক্রি ও কিছু মাছ ৫টি এতিমখানায় দেওয়া হয়। এ সময় মাছ পরিবহণের দায়ে একটি ট্রাককে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

 

পূর্বকোণ/সুমন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট