চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

কাপ্তাইয়ে মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় ধ্বংস

কাপ্তাই সংবাদদাতা

১৫ জুলাই, ২০২৩ | ১১:৩৬ অপরাহ্ণ

কাপ্তাই উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের কয়লার ডিপু এলাকায় নিরাপদ খাদ্য মনিটরিং করা হয়েছে।

 

শনিবার (১৫ জুলাই) সকালে বিভিন্ন দোকানে নিরাপদ খাদ্য নিশ্চিতকল্পে বাজার মনিটরিং পরিচালনা করছেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ইলিয়াছ।

 

এ সময় তিনি কেপিএম কয়লার ডিপো এলাকার ৫ থেকে ৬টি দোকান পরিদর্শন করেন এবং একটি দোকানে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন ব্রান্ডের ১০ থেকে ১২টি কোমল পানীয় বোতল জব্দ করেন। পরে জনসম্মুখে সেগুলো ধ্বংস করে দোকান মালিককে সতর্ক করেন। সেই সাথে নিরাপদ খাদ্য আইনে নোটিশ প্রদান এবং স্বাস্থ্য শিক্ষা প্রদান করা হয়।

 

পূর্বকোণ/কবির/জেইউ/পারভেজ

শেয়ার করুন