চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

অল্পের জন্য রক্ষা, হঠাৎ বাতাসে গাছ উপড়ে সড়কে!

বোয়ালখালী সংবাদদাতা

১৫ জুলাই, ২০২৩ | ৭:৫৭ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া সড়কের হাজীর হাটে একটি তুলাগাছ উপড়ে সড়কের উপর পড়েছে। গাছটির সাথে ছিঁড়ে পড়েছে ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক তার। ভেঙেছে বৈদ্যুতিক খুঁটিও। এতে বন্ধ হয়ে গেছে কানুনগোপাড়া সড়কের যান চলাচল।

 

শনিবার (১৫ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ বাতাসে বিশালকায় তুলা গাছটি উপড়ে পড়ে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

 

প্রত্যক্ষদর্শী সাংবাদিক মুহাম্মদ শাহাদাত হোসাইন জুনাঈদী জানান, হঠাৎ গাছটি বৈদ্যুতিক তারসহ সড়কের উপর পড়ে। এ সময় একটি যাত্রীবাহী টেম্পো ঘটনাস্থল অতিক্রম করে যায়। তবে ভাগ্যভালো যে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। উপজেলার ব্যস্ততম এ সড়কটি দিয়ে সবসময় যান চলাচল করে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন বলেন, বিদ্যুৎ সঞ্চালন বন্ধ রাখা হয়েছে। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের লোকজন ঘটনাস্থলে গেছে। যান চলাচল স্বাভাবিক করার কাজ চলছে।

 

পূর্বকোণ/পূজন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট