চট্টগ্রামের মিরসরাইয়ে ছিনতাই ও ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। এ সময় তাদের কাছ থেকে দুটি চাইনিজ কুড়াল ও একটি ছোরা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- মিরসরাইয়ের সৈদালী এলাকার মৃত আবুল কালামের ছেলে মেহেদী হাসান (২৭) ও মো. নাজিম (২৮), মহেশখালী থানার দেবাঙ্গ পাড়ার মৃত আব্দুল বারীর ছেলে মো. সালাউদ্দিন (৩৮)।
শুক্রবার (১৪ জুলাই) মিরসরাই পৌরসভা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।
তিনি জানান, মিরসরাই পৌরসভা এলাকায় একদল ডাকাত অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির উদ্দেশে অবস্থান করছে; এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি চাইনিজ কুড়াল ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ডাকাতি ও ছিনতাই করছে। তারা ডাকাত-ছিনতাই দলের সক্রিয় সদস্য।
গ্রেপ্তার মেহেদীর বিরুদ্ধে মিরসরাই থানায় চুরি, ছিনতাই ও ডাকাতির তিনটি, নাজিমের বিরুদ্ধে দুটি ও সালাউদ্দিনের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ