চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় জুয়ার আসর থেকে ৪ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ জুলাই) রাতে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর ৭ নম্বর ওয়ার্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃরা হলেন- ইছানগরের সাইদুল হক মেম্বারের বাড়ির নুর আহমদের পুত্র সামির উদ্দিন (৩০), ইলিয়াছ মেম্বারের বাড়ির মো. ইসমাইলের পুত্র নুর উদ্দিন (২৬), জাগির হাজীর বাড়ির শের আলমের পুত্র মো. রিদওয়ান (৩৪) ও আরবান হাজীর বাড়ির মৃত লোকমান হাকিমের পুত্র মো. জসিম। এ ঘটনায় কর্ণফুলী থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ইছানগরের মেজর (অব.) আবদুল মান্নানের প্রজেক্টের পাশে লোহার ব্রিজের নিচে জুয়ার আসরে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পালানোর সময় ধাওয়া দিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার উপকরণ তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, জুয়ার আসর থেকে চার জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হবে।
পূর্বকোণ/মোর্শেদ/এএইচ