চট্টগ্রাম বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

আনোয়ারায় ৪৫ মণ সামুদ্রিক মাছ জব্দ, জরিমানা

আনোয়ারা সংবাদদাতা

১৩ জুলাই, ২০২৩ | ৪:০৮ অপরাহ্ণ

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বঙ্গোপসাগরে মাছ শিকার করে বিক্রির জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে ৪৫ মণ সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাছ ব্যবসায়ী ও গাড়ি চালককে জরিমানা করা হয়েছে।

 

বুধবার (১২ জুলাই) রাত ১০টার সময় আনোয়ারা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের যৌথ অভিযানে কালাবিবির দিঘির মোড় থেকে ওই মাছ জব্দ করা হয়।

 

আনোয়ারা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ম. রাশেদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘২০ মে থেকে ২৩ জুলাই সামুদ্রিক মাছের প্রজনন ও সংরক্ষণের কারণে ৬৫ দিনের জন্য মাছ শিকারের নিষেধাজ্ঞা জারি করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে বঙ্গোসাগরে মাছ শিকার করছে কিছু অসাধু জেলেরা। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ট্রাকভর্তি মাছ বিক্রির উদ্দ্যেশে ঢাকায় নিয়ে যাওয়ার পথে ৪৫ মণ সামুদ্রিক মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছ ১ লাখ ৫৬ হাজার টাকায় নিলামে দেয়া হয়।’

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিন বলেন, ‘সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নিষিদ্ধকালীন সময়ে মাছ পরিবহনের দায়ে ৪৫ মণ মাছ জব্দ করা হয়। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে জব্দকৃত মাছ ১ লাখ ৫৬ হাজার টাকা নিলামে দেয়া হয়। মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ এর ৫ ধারায় মাছ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা ও গাড়ি চালককে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট