চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা আনুমানিক ৩০ বছর বয়সী যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে সদরঘাট নৌ থানা পুলিশ।
মঙ্গলবার (১১ জুলাই) দুপর আড়াইটার দিকে ওই উপজেলার ইছানগর বাংলাবাজার সাম্পান ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তাঁর পরনে ফুল শার্ট, প্যান্ট ও মুখে ছোট ছোট দাড়ি আছে বলে জানিয়েছেন পুলিশ।
নৌ পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার ইছানগর বাংলাবাজার সাম্পান ঘাট এলাকায় ভাসমান লাশ দেখে মাঝিমাল্লারা পুলিশকে খবর দিলে সদরঘাট নৌ পুলিশ উদ্ধার করে।
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম উল্লাহ বলেন, আমরা এখনো লাশের পরিচয় শনাক্ত করতে পারিনি, পরিচয় শনাক্তের চেষ্টা করছি।
পূর্বকোণ/নয়ন/জেইউ/পারভেজ