চট্টগ্রাম বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

চকরিয়ায় অটোরিক্সা উল্টে প্রাণ গেল এনজিও কর্মকর্তার

চকরিয়া-পেকুয়া প্রতিনিধি

১১ জুলাই, ২০২৩ | ৫:২৫ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় সিএনজিচালিত অটোরিক্সা উল্টে গোলাম রহমান (৪৭) নামে এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ জুলাই) সকাল ৭টার দিকে চিরিঙ্গা-বদরখালী সড়কের চোঁয়ারফাঁড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত গোলাম রহমান পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের নতুন ঘোনা এলাকার কালা মিয়ার ছেলে ও এনজিও সংস্থা কোস্টের কর্মকর্তা।

 

নিহতের চাচাতো ভাই ইউপি সদস্য সাইফুল্লাহ জানান, সকালে বাড়ি থেকে বের হয়ে ডুলাহাজারা কর্মস্থলে যাওয়ার জন্য সিএনজি অটোরিকশায় উঠে গোলাম রহমান। অটোরিক্সা চিরিঙ্গা-বদরখালী সড়কের চোয়ারফাঁড়ি এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী খাদে উল্টে যায়। এসময় গুরুতর আহত হন গোলাম রহমান। স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আবদুল জব্বার বলেন, দুর্ঘটনার কোন খবর আমার জানা নেই। খোঁজ নেওয়া হচ্ছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট