চট্টগ্রাম শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

পুরান পাগলের ভাত নাই বলায় ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু

বাঁশখালী সংবাদদাতা

১১ জুলাই, ২০২৩ | ৫:০০ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় গন্ডামারা বাজারে কথা কাটাকাটির জের ধরে বজলুল হক প্রকাশ বজল হক (৫৫) নামে একব্যক্তি ছুরিকাঘাতে নিহত হয়েছেন। ঘটনার পর পরই জনতার সহায়তায় পুলিশ ঘাতক নুরুল আজিজকে (৪৫) গ্রেপ্তার করেছে।

 

সোমবার (১১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে গন্ডামারা বাজারের আবু ছৈয়দের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

 

নিহত বজলুল হক গন্ডামারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত আবুল বশর প্রকাশ বশির আহমদের ছেলে। তার ৫ ছেলে ২ মেয়ে রয়েছে। সে এক সময় মুদির দোকানের ব্যবসা করত। গ্রেপ্তার নুরুল আজিজ গন্ডামারা ইউনিয়নের হাদির পাড়ার মোক্তার আহমদের ছেলে।

 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদার। তিনি বলেন, গন্ডামারা বাজারের চায়ের দোকানে বসে কথার ফাঁকে বজলুল হকের সাথে বিভিন্ন বিষয়াদি নিয়ে ঘাতক নুরুল আজিজের সাথে তর্ক হয়। এ সময় বজলুল হক এক পর্যায়ে ‘পুরান পাগলের ভাত নাই, এখন আবার নতুন পাগল এসেছে’। এ কথা বলার সাথে সাথে চায়ের দোকানে উত্তেজিত হয়ে নুরুল আজিজ ছুরি নিয়ে বজলুল হকের গলায় এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। তাকে উদ্ধার করে স্থানীয়রা বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর ঘাতক নুরুল আজিজকে গ্রেপ্তার করা হয়েছে। লাশের সুরতহাল তৈরির পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট